Printed on Wed Jun 23 2021 11:04:54 PM

তেঁতুলিয়ায় কাভার্ড ভ্যান-পিকআপের সংঘর্ষে নিহত ২

পঞ্চগড় প্রতিনিধি
সারাদেশ
কাভার্ড ভ্যান
কাভার্ড ভ্যান
ফাইল ছবি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুবেল (২০) ও স্বপন (১৮) নামে দুইজন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন সুজন (১৯) নামে এক যুবক।

৯ জুন বুধবার দিনগত রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতুর উপরে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত পিকআপ চালক রুবেল তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ বোয়ালমারী এলাকার কালুমিয়ার ছেলে ও নিহত স্বপন বোদা উপজেলার ফুলতলা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। স্বপন তেঁতুলিয়ার কালান্দিগঞ্জ এইচ.আর.এফ পেট্রোল পাম্পের একজন কর্মচারি বলে জানা গেছে। আহত সুজন কালান্দিগঞ্জ বোয়ালমারী এলাকার সোহরাব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পিকআপ নিয়ে যাচ্ছিলেন চালক রুবেল। এসময় পিআকপের যাত্রী হিসেবে ওই দুইজনও যাচ্ছিলেন। একসময় ভেরসা সেতুতে পৌঁছালে অপরদিক থেকে আসা পঞ্চগড়গামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। পিকআপে থাকা চালকসহ তিন আরোহী রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলে পিকআপ চালক রুবেল মারা যায় এবং অন্য দুইজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরেচিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু হয়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হলেও চিকিৎসাধীন অবস্থায় অপর আরোহী স্বপন হাসপাতালে মারা যায়।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/46430
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ