Printed on Fri May 14 2021 4:48:24 PM

হিমুর বসন্তে জুটি বাঁধলেন কায়েস আরজু-রোমানা নীড়

আকাশ নিবির
বিনোদন
কায়েস আরজু
কায়েস আরজু
এবার রুপালি পর্দায় হিমু হয়ে আসছেন কায়েস আরজু। নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের অনন্য সৃষ্টি হিমু চরিত্র। ‘হিমুর বসন্ত’ নামের এই ছবিটি নির্মাণ করছেন মির্জা সাকাওয়াত হোসেন। কাহিনি-সংলাপও লিখেছেন নিজেই। শাপলা মিডিয়ার ব্যানারে দ্বিতীয় লটের ছবি এটি।

২৩ মার্চ মঙ্গলবার থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে। এখানে ৫ দিন শুটিং চলবে। এরপর শুটিং হবে কক্সবাজারে। ছবিটিতে কায়েস আরজুর বিপরীতে বসন্ত চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা রোমানা নীড়কে।

চলচ্চিত্রটি প্রসঙ্গে কায়েস আরজু জানান, ‘এই প্রথম ছবির নামভূমিকায় অভিনয় করছি। ১৪ বছর ধরে এই সুযোগটির অপেক্ষায় ছিলাম। তার চেয়ে বড় কথা, হিমু চরিত্রটি নিয়ে পর্দায় হাজির হচ্ছি। হিমুর গেটআপ যেন দর্শকদের পছন্দ হয় সেটি নিয়ে অনেক গবেষণা করেছি। নিজের গেটআপ বদলেছি। আশা করছি, হলুদ পাঞ্জাবিতে বড় পর্দায় আমাকে খারাপ লাগবে না। তবে অনেকেই হুমায়ুন আহম্মেদের ‘হিমু‌‌’ চরিত্রে নিয়ে কথা তুললেও এই চরিত্রটির টুইস্ট খুঁজে পেতে দর্শককে অবশ্যই হলে আসতে হবে।

এদিকে চিত্রনায়িকা রোমানা নীড় বলেন, ‘শাপলা মিডিয়ার চলচ্চিত্রে এটি প্রথম কাজ আমার। প্রথমেই অসাধারণ একটি গল্পে নিজেকে দেখতে পারব, এটি সত্যি অনেক ভালোলাগার। বেশেষ করে পরিচালক মির্জা সাকাওয়াত হোসেনের হিমুর বসন্ত নাম চরিত্রে আমাকে নির্বাচন করেছেন। ধন্যবাদ জানাই চলচ্চিত্র প্রযোজক সেলিম খানসহ সংশ্লিষ্ট সবাইকে।

২০০৭ সালে হাছিবুল ইসলাম ইসলাম মিজানের ‘তুমি আছো হৃদয়ে’ ছবি দিয়ে অভিষেক হয় কায়েস আরজুর। অন্যদিকে পরিচালক এ কিউ খোকনের ‘ভালোবাসলে দোষ কি তাতে’ সিনেমার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ হয় চিত্রনায়িকা রোমানা নীড়ের। প্রথম ছবিতেই সবার নজর কাড়েন দু'জনই।

ছবিতে কায়েস আরজু ও রোমানা নীড় ছাড়া আরও অভিনয় করছেন খলিলুর রহমান কাদেরী, আনোয়ার সিরাজীসহ অনেকে।

ভয়েস টিভি/এএন/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/39574
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ