কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


কিশোরগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী জিয়া উদ্দিনকে (৪৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়। ১ ফেব্রুয়ারি সোমবার নারী ও শিশু নির্যাতন ট্র্যাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শঙ্কর হালদার এ রায় দেন।
রাষ্ট্রপক্ষো কৌঁসুলী শাহ আজিজুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মিঠামইন উপজেলার শ্যামপুর গ্রামের আবদুস ছোবহানের ছেলে জিয়াউদ্দিন ২০০৬ সালের মার্চ মাসে রেখা আক্তারকে বিয়ে করেন। স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে থাকতেন। বিয়ের পর থেকেই জিয়াউদ্দিন ৫০ হাজার টাকার জন্যে স্ত্রীকে নানাভাবে নির্যাতন করতেন।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। পরে ওই বছরের ৭ জুলাই রাত সাড়ে ৮টার দিকে স্ত্রীর গলা কেটে হত্যার পর পালিয়ে যান জিয়াউদ্দিন। এ ঘটনায় রেখার বাবা মো. হারেছ মিয়া বাদী হয়ে ১৫ জুলাই মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন বিচারক।
ভয়েস টিভি/এমএইচ
রাষ্ট্রপক্ষো কৌঁসুলী শাহ আজিজুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মিঠামইন উপজেলার শ্যামপুর গ্রামের আবদুস ছোবহানের ছেলে জিয়াউদ্দিন ২০০৬ সালের মার্চ মাসে রেখা আক্তারকে বিয়ে করেন। স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে থাকতেন। বিয়ের পর থেকেই জিয়াউদ্দিন ৫০ হাজার টাকার জন্যে স্ত্রীকে নানাভাবে নির্যাতন করতেন।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। পরে ওই বছরের ৭ জুলাই রাত সাড়ে ৮টার দিকে স্ত্রীর গলা কেটে হত্যার পর পালিয়ে যান জিয়াউদ্দিন। এ ঘটনায় রেখার বাবা মো. হারেছ মিয়া বাদী হয়ে ১৫ জুলাই মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন বিচারক।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ