Printed on Mon Oct 25 2021 7:54:00 AM

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি
সারাদেশ
কুয়াকাটা
কুয়াকাটা
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন ও রাজ কাকড়া। ২০ আগস্ট শুক্রবার সকালে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৯ কিলোমিটার পূর্বে গঙ্গামতির সংলগ্ন সৈকতে মৃত ডলফিন ও রাজ কাকড়াটি দেখতে পায় স্থানীয় জেলেরা।

প্রায় ৮ ফুট লম্বা ডলফিনটির শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের জড়িয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে।

এর আগেও কুয়াকাটা সৈকতে বেশ কয়েকটি মৃত গঙ্গা শুশুক, ক্লামবার্ড, পারকাস, ইরাবতি প্রজাতির ডলফিন ও বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছিল।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মৃত ডলফিনটি ইরাবতি প্রজাতির এবং কাকড়াটি রাজ কাকরা। ইরাবতি প্রজাতির ডলফিনগুলো মাছ খেয়ে বেঁচে থাকে। জেলেদের ট্রলারের আশপাশে ঘুরে বেড়ায়। ফলে জেলেদের জালে আটকে বা ট্রলারের প্রপেলারের আঘাতে মারা যেতে পারে। রাজ কাকরাগুলো প্রজননের জন্য তীরবর্তী এলাকায় চলে আসে। তখন মারা গেলে ভেসে আসে সৈকতে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/51676
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ