Printed on Wed Jul 28 2021 6:16:37 PM

কেজিএফ ওয়ানকেও ছাড়িয়ে কেজিএফ টু

নিজস্ব প্রতিবেদক
বিনোদনভিডিও সংবাদ
কেজিএফ
কেজিএফ
কেজিএফ মানে বড় ধামাকা। কেজি এফ মানে সেরা কিছু। এ কথা ভলিউড সিনেমা প্রেমেী সবারই জানা। গান ও অসাধারণ আবহসংগীতের জন্য অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে ‘কেজিএফ চ্যাপটার ওয়ান’। বাণিজ্যিকভাবে ব্লকবাস্টার সুপার হিটও হয়েছে সিনেমাটি। এবার কেজিএফ ওয়ানকেও ছাড়িয়ে যাবে কেজিএফ টু- এমনটাই ধারনা ।

চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা কেজিএফ টু। এরই মধ্যে টি-সিরিজ এবং লাহাড়ি মিউজিকের কাছে প্রায় সাড়ে সাত কোটি রুপিতে বিক্রি করা হচ্ছে ‘কেজিএফ টু’র অডিও স্বত্ব। যা ভেঙে দিয়েছে দক্ষিণের আলোচিত সিনেমা ‘বাহুবলীর রেকর্ড।

মুক্তির পর কেজিএফ টু টিজার বিশ্ব রেকর্ড গড়েছে। ২৪ ঘণ্টায় ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা টিজার এখন এটি। এছাড়া একদিনে সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর তালিকায় এটি পঞ্চম স্থানে রয়েছে। ইউটিউব ট্রেন্ডেও শীর্ষে এই টিজার। রকিং স্টার’খ্যাত কন্নড় সিনেমার অভিনেতা যশ অভিনিত কেজিএফ টু টিজার হাম্বালে ফিল্মস-এর ইউটিউ ফেইজ ২০০শ মিলিয়ন দশক দেখেছে।

আরও পড়ুন : বিশ্ব মঞ্চে ইতিহাস গড়ে যা বললেন আজমেরি হক বাঁধনপ্রথম দফায় গত বছরের ২৩ অক্টোবর বিশ্বব্যাপী ‘কেজিএফ টু মুক্তির কথা ছিল। কিন্তু সেই সময়েও করোনা মহামারির প্রকোপ থাকায় তা পিছিয়ে চলতি বছরের ১৪ জানুয়ারি করা হয়েছিলো । সেটিও সম্ভব হয়নি। পরে চলতি মাসের ১৬ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল ‘কেজিএফ টু’এর । কিন্তু করোনা মহামারির কারণে মুক্তির তারিখ আবারো পিছিয়ে দেয়া হলো।
১০০ কোটি রুপি বাজেটের কেজিএফ টু সিনেমা পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর। ভারতীয় বিঘবাজেটের এ সিনেমা পাঁচটি ভাষায় এটি মুক্তির দেওয়ার কথা রয়েছে।

‘কেজিএফ টু সিনেমায় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সিনেমাটিতে প্রধান খল চরিত্র আধীরার ভূমিকায় অভিনয় করছেন সঞ্জয়। সঞ্জয়-যশ ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।

কেজিএফের : ১ম অধ্যায় মানে কেজিএফ-১ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল । কন্নড়-ভাষায় ৮০ কোটি রুপি খরচ করে বানানো কেজিএফ: চ্যাপ্টার ওয়ান বলিউডকে তাক লাগিয়ে বক্স অফিসে ধুন্ধুমার ব্যবসা করে তুলে এনেছিল ২৫০ কোটি রুপির বেশি।

ভয়েস টিভি/ডি
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48560
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ