Printed on Tue May 18 2021 12:32:49 AM

বঙ্গবন্ধুর জন্মদিনে কোরআন খতম করল শতাধিক শিশু

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
কোরআন খতম
কোরআন খতম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ব্যতিক্রমভাবে পালন করেছে ময়মনসিংহের পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। দিনটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য দোয়া, কোরআন খতম, শিশুদের জন্য উন্নতমানের খাবার পরিবেশ ও বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা সভা করেছে পুনাক।

১৭ মার্চ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা গোয়েন্দা পুলিশের ব্যবস্থাপনায় পুলিশ লাইন্সে অবস্থিত চেতনা অম্লানে ফুলের তোরা দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুনাকের নেতৃবৃন্দ। এ সময় পুনাকের উপদেষ্টা রেঞ্জ ডিআইজির সহধর্মিণী ফাতেহা পারভীন লুনা, জেলা পুলিশ সুপারের সহধর্মিণী পুনাকের সভানেত্রী কানিজ আহমারসহ, অতিরিক্ত পুলিশ সুপারদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।

এরপর পুনাকের বৃক্ষরোপন কর্মসূচি শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটা হয়। এর মাঝেই চলতে থাকে শতাধিক শিশুর অংশগ্রহণে পবিত্র কোরআন খতম। এছাড়া পুনাকের আয়োজনে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সহধর্মিণী পুনাকের সভানেত্রী কানিজ আহমারের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার জয়ীতা শিল্পীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুনাকের উপদেষ্টা রেঞ্জ ডিআইজির সহধর্ধিণী ফাতেহা পারভীন লুনা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দিসহ অতিরিক্ত পুলিশ সুপারদের সহধর্মিণী- ফাহমিদা সুলতানা, তাহমিনা আফরোজ, ফারহানা ইসলাম, ইসরাত তানজিয়া, ডা. শারমীন সুলতানা উপস্থিত ছিলেন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/38933
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ