Printed on Wed Jul 28 2021 4:22:24 PM

লকডাউন বাস্তবায়নে নৌপথে সক্রিয় কোস্টগার্ড

ভোলা প্রতিনিধি
সারাদেশ
কোস্টগার্ড
কোস্টগার্ড
কঠোর বিধি-নিষেধের ৫ম দিনে ভোলার নৌ পথে অভিযান চালিয়েছে কোস্টগার্ড। ৫ জুলাই সোমবার সকালে জেলার ইলিশা ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় টহল দিয়ে স্থানীয়দের নৌ পথে চলাচলে সর্তক করেন।

কোস্টগার্ড সদস্যরা কঠোর লকডাউন বাস্তবায়নে সচেতনাতামূল প্রচারণা ও নদী পথে অবৈধভাবে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য নদী পথেও তাদে টহল অব্যাহত রেখেছেছে।

এসময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমোন্ডোর ক্যাপ্টেন এম মনজুর-উল- করিম চৌধুরী, স্টাফ অফিসার লে. খন্দকার শাফকাত হোসেন, স্টাফ অফিসার ( গেয়েন্দা) লে. এস এম তাহসিন রহমান।

এছাড়াও ফেরীঘাট এলাকায় বিভিন্ন পয়েন্টে বিভিন্ন গাড়ির পরিচয়পত্র যাচাই করে কোস্টগার্ডের সদস্যরা।

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার ৭টি উপজেলায় ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48223
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ