আন্দোলনের কৌশল হিসেবে পৌর নির্বাচনে বিএনপি: দুলু


বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অতীতে যে কয়েকটা নির্বাচন এই সরকারের অধীনে হয়েছে, তা থেকে আমরা দেখেছি যে, নির্বাচনের ফলাফল কী হবে। কিন্তু আমরা যেহেতু একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাই আমরা মনে করেছি যে, এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করাটাই সবচাইতে উপযুক্ত কাজ। আর সে কারণেই আমরা নির্বাচনে গেছি। আন্দোলনের কৌশল হিসেবেই পৌর নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি।
২৬ ডিসেম্বর শনিবার রাত ৮টায় নাটোর শহরের বড়গাছা এলাকায় নাটোর পৌর শাখা বিএনপির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু আরও বলেন, বর্তমানে দেশে যা চলছে সেটা গণতন্ত্রের জন্য উপযোগী নয়। আমাদের সভা, সমিতি, সমাবেশ করতে দেয়া হচ্ছে না। যদিও এখন একটি পৌরসভার নির্বাচন দেয়া হয়েছে, সারাদেশে সেটা দলীয় প্রতীকে করতে বলা হয়েছে। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। কিন্তু আমাদের প্রার্থীরা ও কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অসংখ্য মামলা দেয়া হয়েছে। সেই মামলাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত তাড়া করছে, গ্রেফতার করছে।
শহর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আলমামুন এমদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বাবুল চৌধুরী, বিএনপি নেতা সুজাউল মতিন, নাসিম খাঁন।
ভয়েস টিভি/এসএফ
২৬ ডিসেম্বর শনিবার রাত ৮টায় নাটোর শহরের বড়গাছা এলাকায় নাটোর পৌর শাখা বিএনপির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু আরও বলেন, বর্তমানে দেশে যা চলছে সেটা গণতন্ত্রের জন্য উপযোগী নয়। আমাদের সভা, সমিতি, সমাবেশ করতে দেয়া হচ্ছে না। যদিও এখন একটি পৌরসভার নির্বাচন দেয়া হয়েছে, সারাদেশে সেটা দলীয় প্রতীকে করতে বলা হয়েছে। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। কিন্তু আমাদের প্রার্থীরা ও কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অসংখ্য মামলা দেয়া হয়েছে। সেই মামলাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত তাড়া করছে, গ্রেফতার করছে।
শহর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আলমামুন এমদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বাবুল চৌধুরী, বিএনপি নেতা সুজাউল মতিন, নাসিম খাঁন।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ