Printed on Fri Feb 26 2021 12:24:41 AM

ফেনী গার্লস ক্যাডেট কলেজে রোলার স্কেটিং শুরু

ফেনী প্রতিনিধি
শিক্ষাঙ্গন
ক্যাডেট
ক্যাডেট
শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়াতে ফেনী গার্লস ক্যাডেট কলেজে রোলার স্কেটিং ওয়ার্কশপ শুরু হয়েছে। ২১ জানুয়ারি বৃহস্পতিবার ওয়ার্কশপটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপটেন মুনিম খান মজলিস।

অনুষ্ঠানে সার্চ স্কেটিং ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ প্রদর্শনী ও ওয়ার্কশপ কার্যক্রম পরিচালিত হয়। এতে ক্যাডেটদের পাশাপাশি কলেজ চিলড্রেন ক্লাবের শিশুরাও অন্তর্ভূক্ত রয়েছে।

রোলার স্কেটিং এক ধরনের খেলার সামগ্রী। এর মাধ্যমে স্কেটিং, রোল বল, রোল হকি, রোল জামস্ সহ আরও বিভিন্ন ধরনের খেলাধুলা করা যায়। রোলার স্কেটিং করা এক ধরনের শরীরচর্চা ও বটে।

অনুষ্ঠানে রোলার স্কেটিং ছাড়াও কলেজ এন্থেস ও একটি ড্রোন উদ্বোধন করা হয়।

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/33002
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ