Printed on Fri Aug 06 2021 4:27:21 AM

রোহিঙ্গা ক্যাম্পেও কঠোর লকডাউন

কক্সবাজার প্রতিনিধি
সারাদেশ
ক্যাম্পেও
ক্যাম্পেও
টেকনাফে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। তৎপর রয়েছে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনীরসদস্যরা। পরিচালনা করেছে যৌথ অভিযানও। রোহিঙ্গা ক্যাম্পেও স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী জানান, লকডাউন সফল করতে প্রথম দিনের শুরুতেই ভোর থেকে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে। কোথাও কোথাও
অভিযানও পরিচালনা করা হয়েছে। উপজেলার প্রতিটি প্রবেশমুখসহ শহরের বিভিন্ন স্থানে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। রাস্তায় বের হওয়া মানুষসহ গাড়ি তল্লাশি করা হচ্ছে। এবং যারা দোকানপাট খোলা রেখেছেন তাদেরকে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন মাক্স বিতরণ করেছে।

রোহিঙ্গা ক্যাম্পেও কড়া লকডাউন

এদিকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসমূহে কঠোর লকডাউন বাস্তবায়ন করছে প্রশাসন। উখিয়ার কুতুপালং, লম্বাশিয়া, বালুখালী, থাইংখালী টেকনাফের চাকমারকুল, উনছিপ্রাং, লেদা, জাদিমুড়া ও শামলাপুরের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত সিআইসি, এপিবিএন সদস্য, আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা সকাল থেকে ক্যাম্পের প্রবেশপথে ‘লকডাউন’ লেখা কার্ড ঝুলিয়ে দিয়েছেন। পাশাপাশি বিতরণ করা হয়েছে মাস্ক।

কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাঈমুল হক জানান, উখিয়ার কুতুপালং, ইরানি পাহাড়, বালুখালী ফুটবল খেলার মাঠ, নৌকা মাঠ এলাকায় এপিবিএন সদস্যরা লকডাউন পালনে কঠোর ভূমিকা পালন করছে।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম তারিক জানান, টেকনাফের চাকমারকুল, উনছিপ্রাং, নয়া পাড়া, শালবাগানসহ রোহিঙ্গা ক্যাম্পে লকডাউন পালনে কাজ করছে এপিবিএন এর একাধিক ইউনিট। এ ছাড়া ক্যাম্পে সিআইসি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/47898
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ