Printed on Sun Jan 17 2021 6:11:06 PM

তাহসান মিথিলার খুনসুটি

বিনোদন প্রতিবেদক
বিনোদন
খুনসুটি
খুনসুটি
তাদের ডিভোর্স হয়ে গেছে। একজন ঘরও বেঁধেছেন নতুন করে। তবু তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রয়ে গেছে। তার বড় একটা কারণ অবশ্য তাদের মেয়ে আয়রা। বলছি অভিনেতা ও গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলার কথা।

মেয়ের জন্য তারা ডিভোর্সের পরও একসঙ্গে ঘুরতে বেরিয়েছেন। সেই ছবি প্রকাশ করে পেয়েছেন সুন্দর সম্পর্ক ধরে রাখার প্রশংসা। আবারও তাদের সেই সম্পর্কের প্রমাণ মিললো ইনস্টাগ্রামে। ভক্তরা ও দেখলো মেয়েকে নিয়ে তাহসান-মিথিলার খুনসুটি ।

আরও পড়ুন- ডিভোর্স দেয়ায় স্ত্রীর মুখে এসিড ছুড়ে মারল স্বামী

বাবা-মেয়ের যুগলবন্দি দেখে হাসি ধরে রাখতে পারেননি মিথিলাও। তাহসানের পোস্টে হাসির ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাদের এভাবে দেখে কতটা খুশি অভিনেত্রী।

এর পরই তাহসান লেখেন, ‘সেন্স অফ হিউমার একদম আমার মতো’। তার কথায় সহমত পোষণ করেছেন মিথিলাও। তাহসান-মিথিলার সংক্ষিপ্ত কথোপকথন দেখে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরাও। ছোট্ট আয়রাকেও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারা।

জানা গেছে, বর্তমানে কাজের জন্য মেয়েকে নিয়ে ঢাকায়ই আছেন অভিনেত্রী মিথিলা। থাকবেন বেশকিছুটা সময়। ঢাকায় থাকায় আয়রা পেয়ে গেল বাবার সান্নিধ্য।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/29302
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ