পঞ্চগড়ে নির্বাচন অফিসারের গাড়ি ভাংচুর


পঞ্চগড় পৌর নির্বাচনে দুটি কেন্দ্রে জেলা নির্বাচন অফিসারের গাড়ি ও পোলিং এজেন্টদের পাঁচটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।
২৮ ডিসেস্বর সোমবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পৃথক ভাবে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে সকাল ৮টা থেকে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ইভিএমের মাধ্যমে প্রথম বারের মত নিজেদের ভোটাধীকার প্রয়োগ করেন।
নির্বাচন অফিসার মো. আলমগীর জানান, পর্যবেক্ষণে গিয়ে হঠাৎ করতোয়া আদর্শ শিক্ষা নিকেতন সামনে হামলার শিকার হন তিনি। এসময় গাড়ির পেছনের গ্লাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে এক পুলিশ সদস্য আহত হয়।
অন্যদিকে, তুলারডাঙ্গা স্কুল কেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালিয়ে পোলিং এজেন্টদের বাইরে থাকা পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভবিক রয়েছে বলে জানায় পুলিশ।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ১৫টি ভোটকেন্দ্রের ৯৭টি বুথে ভোট গ্রহণ চলছে। এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ১১ জন। এর মধ্যে নারী ভোটার ১৭ হাজার ৮৫৮ জন। পুরুষ ভোটার রয়েছেন ১৭ হাজার ১৫৩ জন।
ভয়েস টিভি/এমএইচ
২৮ ডিসেস্বর সোমবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পৃথক ভাবে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে সকাল ৮টা থেকে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ইভিএমের মাধ্যমে প্রথম বারের মত নিজেদের ভোটাধীকার প্রয়োগ করেন।
নির্বাচন অফিসার মো. আলমগীর জানান, পর্যবেক্ষণে গিয়ে হঠাৎ করতোয়া আদর্শ শিক্ষা নিকেতন সামনে হামলার শিকার হন তিনি। এসময় গাড়ির পেছনের গ্লাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে এক পুলিশ সদস্য আহত হয়।
অন্যদিকে, তুলারডাঙ্গা স্কুল কেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালিয়ে পোলিং এজেন্টদের বাইরে থাকা পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভবিক রয়েছে বলে জানায় পুলিশ।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ১৫টি ভোটকেন্দ্রের ৯৭টি বুথে ভোট গ্রহণ চলছে। এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ১১ জন। এর মধ্যে নারী ভোটার ১৭ হাজার ৮৫৮ জন। পুরুষ ভোটার রয়েছেন ১৭ হাজার ১৫৩ জন।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ