Printed on Sat Nov 28 2020 5:52:52 AM

গায়ে হলুদেও ব্যাট হাতে সানজিদা; আইসিসির অভিনন্দন

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
গায়ে
গায়ে
সানজিদার গায়ে হলুদ। আর এই হলুদের সাজেই কিনা ব্যাট হাতে নেমে পড়লেন মাঠে। ক্রিকেটের প্রতি তার ভালোবাসার টান কতটা তা বেশ ভালোভাবেই বুঝিয়ে দিলেন বাংলাদেশের এ নারী ক্রিকেটার।

শুধু তাই নয়,  মাঠে নেমে ব্যাট হাতে একের পর এক বলকে কখনো কভারে, কখনো বা লং অন দিয়ে সোজা বাউন্ডারিতে পাঠিয়ে দিচ্ছিলেন সানজিদা। এমনই মুহূর্তের কিছু ছবি আইসিসি তাদের নিজেদের অফিসিয়াল ফেসবুক ও টুইটার পেজে শেয়ার করেছে। ছবিগুলোর নিচে কমেন্টবক্সে উচ্ছ্বসিত ক্রিকেটভক্তরা অভিনন্দন জানাচ্ছেন এই ক্রিকেট তারকাকে।

ক্রিকেটের সঙ্গে সানজিদার জীবন জড়িয়ে আছে। তার জীবন সঙ্গী মীম মোসাদ্দেকও একজন ক্রিকেটার। সম্প্রতি রংপুর নগরীর গুড়াতিপাড়ায় পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের কাজ সম্পন্ন হয় তাদের। সেই অনুষ্ঠানের আগেই ব্যাট হাতে ফ্রেমবন্দী হন সানজিদা। ছবিগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়।

আরও পড়ুন: প্রথম ম্যাচেই গেইলের বাজিমাত

তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সানজিদা স্কুলে পড়ার সময় থেকেই অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলাধুলায় নিয়মিত অংশ নিতেন।

ওপেনার হিসেবে ২০১২ সাল থেকে জাতীয় নারী টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তার। এ পর্যন্ত ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১.৩০ গড়ে ৫২০ রান করেছেন এই ডানহাতি খেলোয়াড়। ১৬ ওয়ানডেতে তার সংগ্রহ ১৭৪ রান।

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/19635
© স্বত্ব ভয়েস টিভি 2020 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ