Printed on Sun May 09 2021 4:29:12 AM

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: ঘুমন্ত যুবককে এসিডে ঝলসে দিল প্রতিপক্ষ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
সারাদেশ
ঘুমন্ত
ঘুমন্ত
দিনাজপুরের হাকিমপুর (হিলিতে) ঘুমন্ত অবস্থায় ইলিয়াস হোসেন (৩২) নামে এক যুবককে এসিড নিক্ষেপ করে ঝলসে দেয়া হয়েছে। ২৭ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে হাকিমপুর (হিলি) পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাউতারা মহল্লায় এ ঘটনা ঘটে। ইলিয়াস ওই মহল্লার আশরাফ মন্ডলের ছেলে।

এসিড দগ্ধ ইলিয়াস হোসেনের দাবি, মসজিদ পরিচালনা কমিটির দ্বন্দ্বে বেশ কিছুদিন থেকে একই মহল্লার সাত্তার মন্ডলের ছেলে মাসুদ রানা আমাকে হুমকি দিয়ে আসছে। সে এই ঘটনাটি ঘটিয়েছে।

জানা গেছে, ইলিয়াছ হোসেন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে খারাব খেয়ে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে কে বা কারা তার জানালা দিয়ে এসিড নিক্ষেপ করেন। এরপর সে চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. গাদ্দাফি সীকদার জানান, ওই যুবকের শীররের বিভিন্ন অংশে ৫/৬ শতাংশ ঝলসে গেছে। তার চিকিৎসা চলছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনা জানার পরেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এবং দৃস্কৃতকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/43084
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ