Printed on Sat Feb 27 2021 3:40:11 PM

ঘুষের টাকাসহ দুই অডিটর আটক

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
ঘুষের
ঘুষের
পিরোজপুরে ঘুষের ৪ লাখ ১৬ হাজার নগদ টাকাসহ হাতেনাতে দুই অডিটরকে  আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠান অডিট করতে এসেছিলেন বলে জানা গেছে।

২১ ডিসেম্বর সোমবার বিকালে দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে  পিরোজপুর এলজিইডির গেস্ট হাউজ থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদফতরের অডিট অ্যান্ড একাউন্টস অফিসার মো. শামীম হোসেন এবং এসএএস সুপারিনটেনডেন্ট মো. জহির রায়হান।

দুদকের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে এলজিইডির গেস্ট হাউজে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়। এ সময় দুজন অডিটরকে আটক করা হয়।

এসময় গেস্ট হাউজের রুমের মধ্যে ট্রাভেল ব্যাগ, ও বিছানার তোষকের নিচসহ বিভিন্ন স্থানে লুকানো এক হাজার ও ৫শ টাকার কয়েকটি বান্ডিলের ঘুষের ৪ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, তারা পিরোজপুরের বিভিন্ন প্রাথমিক শিক্ষা অফিস থেকে ঘুষ নিয়েছেন। গ্রেফতারদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করে রাতে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলার সাতটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআইসহ এ বিভাগের বিভিন্ন দফতরের গত অর্থ বছরের ব্যয়কৃত হিসাবের অডিট করার জন্যে ওই দুই অডিটর গত রোববার পিরোজপুরে আসেন। তারা এলজিইডির গেস্ট হাউজে উঠেন। তারা সোমবার পিরোজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ জেলার তিনটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অডিট কার্যক্রম শুরু করেন।

আরও পড়ুন : ‘দেশে দুর্নীতি কিছুটা কমেছে’

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/29103
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ