Printed on Tue May 18 2021 1:18:18 PM

ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

পাবনা প্রতিনিধি
সারাদেশ
ঘুড়ি
ঘুড়ি
পাবনার চাটমোহরে আতিকুল ইসলাম সজিব (১১) নামে এক স্কুল ছাত্র ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। ১৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কৈনুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব ওই গ্রামের মজিদ হোসেনের ছেলে। তিন বোন দুই ভায়ের মধ্যে সবার ছোট সজিব। সে কৈনুড়া সরকারি প্রাথমিক বিদ্যালযরে পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা জানান, সকালে বাড়ির পার্শ্ববর্তী মাঠে ঘুড়ি ওড়াতে যায় সজিব। কিছুক্ষণ পর সুতা ছিঁড়ে ঘুড়ি পাশের গাছে ডালে আটকে যায়। ঘুড়িটি নামাতে সজিব নিজেই গাছে ওঠে। পাশেই বিদ্যুতের লাইনের ওপর গাছের ডালটি স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সজিব।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা মর্মান্তিক দুর্ঘটনা। এই সময়ে শিশুদের ওপর নজর রাখতে অভিভাবকদের আহ্বান জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41870
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ