Printed on Sat Jun 19 2021 2:50:45 AM

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় নোয়াখালীতে ৩৯০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

নোয়াখালী প্রতিনিধি
সারাদেশ
ঘূর্ণিঝড় ইয়াস
ঘূর্ণিঝড় ইয়াস
ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত থেকে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষকে রক্ষায় ৩৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। দুর্যোগের আগে ও পরে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০৯টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

২৪ মে সোমবার দুপুর ১২টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক ভার্চুয়াল সভা শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ।

তিনি জানান, উপকূলের বাসিন্দাদের দূর্ঘটনা থেকে রক্ষার জন্য জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগের হটলাইন নম্বরগুলো ২৪ঘণ্টা চালু থাকবে। নম্বরগুলো জনসাধারণের জন্য প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, দূর্যোগ মুহুর্তে মেঘনা উপককূীয় এলাকার বাসিন্দাদের জন্য ৩০০ মেট্রিক টন চাল, ২ কোটি ৪৪ লাখ টাকা, শিশুখাদ্যের জন্য ৯ লাখ ও গো খাদ্যের জন্য আরও ৯লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ১৪ লাখ টাকা ও ৩০০ মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে। ঘূর্ণিঝড় থেকে জনগণকে রক্ষা করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/45061
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ