চট্টগ্রামের আকবরশাহ এলাকায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার


চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার গোলপাহাড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ নভেম্বর মঙ্গলবার বিকাল চারটার দিকে ওই এলাকার রমজানের মায়ের কলোনির ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম নূর টিনা (২২)। তিনি গাইবান্ধা জেলার পূর্ব প্রতাপ সাদুল্যাপুর এলাকার মো. আল আমিনের স্ত্রী। লাশ উদ্ধারের সময় আল আমিন তার কর্মস্থল পোশাক কারখানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন ভয়েস টেলিভিশনকে বলেন, গোলপাহাড় এলাকার রমজানের মায়ের কলোনীর একটি বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কলোনিতে তার পরিবারের অন্যান্য সদস্যরাও বসবাস করেন। স্বজনদের দাবি তিনি বেশ কিছুদিন মানসিকভাবে অস্থির ছিলেন। তার মায়ের পক্ষের এই আত্মীয়স্বজনরা এটাকে আত্মহত্যা বলেই ধারণা করছেন। মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
গত ৬ দিন আগে ১০ নভেম্বর মঙ্গলবার একই এলাকার পার্শ্ববর্তী কসাইপাড়া থেকে শাহাদাত হোসেন নামে এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
ভয়েসটিভি/এএস
নিহতের নাম নূর টিনা (২২)। তিনি গাইবান্ধা জেলার পূর্ব প্রতাপ সাদুল্যাপুর এলাকার মো. আল আমিনের স্ত্রী। লাশ উদ্ধারের সময় আল আমিন তার কর্মস্থল পোশাক কারখানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন ভয়েস টেলিভিশনকে বলেন, গোলপাহাড় এলাকার রমজানের মায়ের কলোনীর একটি বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কলোনিতে তার পরিবারের অন্যান্য সদস্যরাও বসবাস করেন। স্বজনদের দাবি তিনি বেশ কিছুদিন মানসিকভাবে অস্থির ছিলেন। তার মায়ের পক্ষের এই আত্মীয়স্বজনরা এটাকে আত্মহত্যা বলেই ধারণা করছেন। মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
গত ৬ দিন আগে ১০ নভেম্বর মঙ্গলবার একই এলাকার পার্শ্ববর্তী কসাইপাড়া থেকে শাহাদাত হোসেন নামে এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
ভয়েসটিভি/এএস
সর্বশেষ সংবাদ