Printed on Sat Nov 28 2020 4:30:00 AM

চট্টগ্রামে ঊর্ধ্বমুখী করোনা, শনাক্ত ফের বাড়ছে

চট্টগ্রাম প্রতিনিধি
সারাদেশজাতীয়
চট্টগ্রামের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে ধারাবাহিক ভাবে। চট্টগ্রাম সিভিল সার্জনের প্রতিবেদন অনুসারে ১৬ নভেম্বর ১৫৭ শনাক্ত হওয়ার পর গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৭৮ জন। এনিয়ে চট্টগ্রামে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৬১ জনে।

১৭ নভেম্বর মঙ্গলবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা যায়, চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে তৎমধ্যে ১৭৮ জনের করোনা পজিটিভ এসেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৭৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৪৪ জন এবং উপজেলায় ৩৪ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৯৯টি নমুনা পরিক্ষা করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৩টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩১৮টি নমুনা পরিক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৩টি নমুনা পরিক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষা করা হয় ২টির রিপোর্ট পজিটিভ এসেছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২০২টি নমুনা পরীক্ষা করে ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৯টি নমুনা পরীক্ষা করে ১৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষা করে ১১ জন করোনা আক্রান্ত রোগীর দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/23973
© স্বত্ব ভয়েস টিভি 2020 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ