Printed on Mon Jul 26 2021 5:08:40 AM

করোনা মহামারীতে দেশের ২০৪ ইউপিতে চলছে ভোট

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
চলছে ভোট
চলছে ভোট
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে স্থানীয় সরকার পর্যায়ের চলছে ভোটগ্রহণ। ২১ জুন সোমবার সকাল ৮ টায় শুরু হয়ে চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

এতে প্রথম ধাপের ২০৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) পাশাপাশি দুই পৌরসভার ভোট ও একইসঙ্গে  অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন।

এর মধ্যে সংসদীয় আসনের উপনির্বাচন এবং দুটি পৌরসভা ও ২০ ইউপিতে ইভিএমে ভোট হবে।

দলীয় প্রতীকের এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল অংশ নিচ্ছে।

বিএনপি অংশ না নেওয়ায় দলটির যারা প্রার্থী হয়েছেন তারা ভোটে লড়ছেন স্বতন্ত্র হিসেবে।

অন্যদিকে কুয়েতে কারাদণ্ড পাওয়া কাজী শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হলে লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এই আসনে আওয়ামী লীগের নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং জাতীয় পার্টির শেখ মোহা. ফায়িজ উল্যাহ শিপন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে প্রথম ধাপে ভাইরাস সংক্রমণের ঝুঁকি তুলনামূলক কম রয়েছে এমন এলাকায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে বাকিগুলোয় নির্বাচনের কথা রয়েছে।

এসব নির্বাচন ১১ এপ্রিল হওয়ার কথা ছিল। ভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ার কারণে ভোটের ১০ দিন আগে তা স্থগিত করা হয়। পরে ফের ভোটের তারিখ নির্ধারণ করা হয় ২১ জুন।

সর্বশেষ দ্বিতীয় ঢেউয়ে সীমান্ত জেলাগুলোতে সংক্রমণের ঊর্ধ্বগতি বজায় থাকলে ১৬৩ ইউপি ও ৯ পৌরসভার ভোট স্থগিত করা হয়।

অন্যদিকে সোমবার যেসব স্থানে ভোট হচ্ছে, সেখানে সংক্রমণ অপেক্ষাকৃত কম হওয়ায় তা বহাল রাখা হয়।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, বরাবরের মত পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে; আইন শঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর প্রায় ৪৫ হাজার সদস্য মাঠে রয়েছেন।

ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, প্রথম ধাপের ২০৪ ইউপির মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ জন।

এখন লড়াইয়ে রয়েছেন চেয়ারম্যান পদে ৮৫৯ জন, সাধারণ ওয়ার্ডে সদস্য ৬৯৬০ জন ও সংরক্ষিত সদস্য ওয়ার্ডে ২১৫৪ জন প্রার্থী।

ভয়েস টিভি/ডি
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/47296
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ