চসিক নির্বাচনে মাঠে নেমেছে তারাকারা


আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এক প্রার্থীর প্রচারণায় মাঠে নেমেছে এক একঝাঁক তারকা। ২৪ জানুয়ারি রোববার সকালের ফ্লাইটে তারা চট্টগ্রামে পৌঁছায় বলে জানান নায়ক সাইমন।
প্রচারণায় ছুটে যাওয়া সাইমন সাদিক ছাড়াও তারকাদের মধ্যে রয়েছেন, চিত্রনায়ক রিয়াজ, সায়মন, মীর সাব্বির, অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, তানভিন সুইটি, বিজরী বরকুতুল্লাহ, তারিন জাহান প্রমুখ।
এর আগেও জাতীয় ও ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে শোবিজের অনেক তারকাকেই প্রচারণায় দেখা গেছে। এবার তাদের চসিকের নির্বাচনী প্রচারণায় দেখা যাবে।
সাইমন বলেন, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নিতে এসেছি। দুদিনের সফর আমাদের। এ দুদিনে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে রোড শো ও নির্বাচনী প্রচারণায় অংশ নেব। কাল আবার ঢাকায় ফিরবো।
নাটক চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পীরা নগরীর নিউমার্কেট মোড়, কাজীর দেউরী, ইস্পাহানী-জিইসি মোড়, ২ নম্বর রেলগেট, অক্সিজেন মোড়, মুরাদপুর-বহদ্দার হাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ মোড়ে গিয়ে রোববার প্রথম দিনের প্রচারণা কার্যক্রম শেষ করবেন বলে জানা গেছে।
তারকারা সোমবার বেলা ১১টায় নগরীর অলংকার মোড় থেকে শুরু করে টাইগারপাস-দেওয়ান হাট-বাদামতলী মোড় হয়ে ফকিরহাট-সল্টগোলা, দক্ষিণ-মধ্যম হালিশহর, ইপিজেড, স্টিলমিল বাজার-এয়ারপোর্টে গিয়ে প্রচারণার কার্যক্রম শেষ করবেন।
আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে সাতজন মেয়র প্রার্থীসহ মোট ২৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র আছে ৭৩৫টি। মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।
ভয়েস টিভি/এমএইচ
প্রচারণায় ছুটে যাওয়া সাইমন সাদিক ছাড়াও তারকাদের মধ্যে রয়েছেন, চিত্রনায়ক রিয়াজ, সায়মন, মীর সাব্বির, অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, তানভিন সুইটি, বিজরী বরকুতুল্লাহ, তারিন জাহান প্রমুখ।
এর আগেও জাতীয় ও ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে শোবিজের অনেক তারকাকেই প্রচারণায় দেখা গেছে। এবার তাদের চসিকের নির্বাচনী প্রচারণায় দেখা যাবে।
সাইমন বলেন, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নিতে এসেছি। দুদিনের সফর আমাদের। এ দুদিনে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে রোড শো ও নির্বাচনী প্রচারণায় অংশ নেব। কাল আবার ঢাকায় ফিরবো।

নাটক চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পীরা নগরীর নিউমার্কেট মোড়, কাজীর দেউরী, ইস্পাহানী-জিইসি মোড়, ২ নম্বর রেলগেট, অক্সিজেন মোড়, মুরাদপুর-বহদ্দার হাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ মোড়ে গিয়ে রোববার প্রথম দিনের প্রচারণা কার্যক্রম শেষ করবেন বলে জানা গেছে।
তারকারা সোমবার বেলা ১১টায় নগরীর অলংকার মোড় থেকে শুরু করে টাইগারপাস-দেওয়ান হাট-বাদামতলী মোড় হয়ে ফকিরহাট-সল্টগোলা, দক্ষিণ-মধ্যম হালিশহর, ইপিজেড, স্টিলমিল বাজার-এয়ারপোর্টে গিয়ে প্রচারণার কার্যক্রম শেষ করবেন।
আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে সাতজন মেয়র প্রার্থীসহ মোট ২৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র আছে ৭৩৫টি। মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ