Printed on Thu Jun 30 2022 7:02:30 PM

চাঁদপুরে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা ও হার

জাতীয় ডেস্ক
সারাদেশ
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০৪টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৭.৫০ শতাংশ।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে প্রাপ্ত খবরে বলা হয়,এর আগের দিন ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সেদিন নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ছিল ৩৬.৯৭ শতাংশ। সেই হিসাবে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা ও হার বেড়েছে।

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় যারা শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে সদর উপজেলার ৭৮ জন, ফরিদগঞ্জের ১৬ জন, হাজীগঞ্জের ৫ জন, মতলব উত্তরের ৩ জন, কচুয়ার ১ জন, হাইমচরের ১ জন, শাহরাস্তির ৮ জন ও মতলব দক্ষিণের ২ জন রয়েছেন। একই দিনে ৩০ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৭৯৪ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪২ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৫ হাজার ৮০ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৭২জন। আক্রান্তদের মধ্যে ৪ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাকীরা হোম আইসোলেশনে আছেন।

ভয়েসটিভি/আরকে
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/64401
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ