Printed on Tue Jun 06 2023 10:34:49 AM

‘চাকুরিজীবী লীগ’ করে দলের পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
রাজনীতি
আওয়ামী লীগের
আওয়ামী লীগের
আওয়ামী লীগের পদ হারালেন জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর। ২৪ জুলাই শনিবার দলটির একাধিক নেতা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নানা সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় এসেছেন ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। এরই মধ্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ বাগিয়ে নেন। সম্প্রতি ‘চাকুরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হয়ে ফের আলোচনায় আসেন তিনি।

তার এই সংগঠনের কর্মকাণ্ড ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

বিষয়টি আওয়ামী লীগের হাইকমান্ডেরও চোখে পড়ে। তারা তার সংগঠনের বৈধতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন। পাশাপাশি বিতর্কিত এ কাণ্ডে তাকে মূল দল থেকেই বাদ দেয়া হচ্ছে।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, ‘আমরা তাকে অব্যাহতি দিয়েছি। গত মাসের ১৮ তারিখ ডাকযোগে চিঠি পাঠিয়েছি।’

এদিকে হেলেনা জাহাঙ্গীরের আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ বাতিল করতে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। দফতরকে চিঠি দেয়ার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন ওই কমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/49357
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ