Printed on Sat May 15 2021 8:34:47 PM

চাটখিলে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বাসহ নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
সারাদেশ
চাটখিলে
চাটখিলে
নোয়াখালীর চাটখিলে রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইটবাহী ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এতে আরও এক নারী  গুরুতর আহত হয়।

২৩ ডিসেম্বর বুধবার সকাল ১০টার দিকে ১১ নম্বর পোলের গোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পূর্ব শোশালিয়া কাঠিয়া বাড়ী এলাকার মোহাম্মদ সোহাগের স্ত্রী সুলতানা আক্তার (১৯) ও  একই এলাকার আব্দুল আজিজের ছেলে অটোরিকশা চালক ইদ্রিস মিয়া (৪৫)। এছাড়া আহত সালেহা আক্তার (৬০) নিহত সুলতানার মা।

স্থানীয়রা জানায়, নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুলতানা আক্তার কয়েকদিন আগে শ্বশুর বাড়ী থেকে বাবার বাড়ি দশঘরিয়ায় আসেন। বুধবার সকালে মা সালেহা আক্তারকে নিয়ে চাটখিল হাসপাতালের উদ্দেশ্যে একটি ব্যাটারি চালিত অটোরিকশাযোগে বাড়ি থেকে বের হন।

তাদের বহনকারী অটো রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের ১১ নম্বর পোলের গোড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটো উল্টে যায়। এসময় অটো থেকে সড়কের পাশে ছিটকে পড়ে যাত্রী সুলতানা ও চালক ইদ্রিস ঘটনাস্থলে নিহত হন। ঘটনায় আহত হন সুলতানার মা সালেহা।

চাটখিল থানার অফিসার ইনচার্জ মো আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করা হয়েছে। আহত সালেহা আক্তারকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/29293
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ