Printed on Sat Jun 25 2022 7:59:26 AM

এফডিসিতে নির্মিত নান্দনিক মসজিদটি চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
চালু হচ্ছে
চালু হচ্ছে

বহু প্রতীক্ষার পর চালু হতে যাচ্ছে এফডিসিতে নির্মিত নান্দনিক মসজিদটি। সিনেমার তারকাদের আনাগোনায় মুখরিত এই প্রাঙ্গণে নান্দনিক মানের এই মসজিদ চালু হচ্ছে এই খবরে খুশি সবাই।


২০ জানুয়ারি বৃহস্পতিবার এফডিসিতে নির্মাণ শেষ হওয়া নান্দনিক মসজিদটির উদ্বোধন হবে। তবে অনেক বছর আগেই এই স্থানটিতে মসজিদ স্থাপন করা হয়েছিলো। ২০১৮ সালের ১২ ডিসেম্বর সেই মসজিদটির পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়।


থার্মেক্স গ্রুপের এমডি নরসিংদীর দানবীর আবদুল কাদির মোল্লার অর্থায়নে মসজিদটির পুনঃনির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানা যায়। তিনি এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শতাধিক মসজিদ নির্মাণ করেছেন।


বিএফডিসির মসজিদটি পুনঃনির্মাণে খরচ পড়েছে পৌনে ৩ কোটি টাকা। মসজিদের ওপরের অংশের দু’পাশে নির্মিত হয়েছে সুউচ্চ মিনার। আর মাঝখানের গম্বুজের কারুকার্য মসজিদটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।


মসজিদটির নির্মাণ সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত ছিলেন তরুণ অভিনেতা সনি রহমান। তিনি জানান, মসজিদটি উদ্বোধন করবেন আবদুল কাদির মোল্লা। এছাড়াও উপস্থিত থাকবেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, প্রযোজক, পরিচালক সমিতির নেতারা এবং শিল্পীদের প্রতিনিধিরা।


আরও পড়ুন: নান্দনিক স্থাপত্যশৈলীর যতো মসজিদ


নায়ক সনি রহমান বলেন, ‘মসজিদটি পুনঃনির্মাণে এখন পর্যন্ত প্রায় পৌনে তিন কোটি টাকা খরচ হয়েছে। সৌন্দর্য বর্ধণে তিনটি ঝাড়বাতি লাগানো হয়েছে।


উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করতে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু ছাড়াও কয়েকজন সহযোগিতা করছেন।


এদিকে মসজিদটি উদ্বোধনের আগে এর সামনের অংশের ঝর্ণা স্পটসহ লাইটিং করা হয়েছে। গেট ডেকোরেশন, সাউন্ড এবং স্টেজও নির্মাণ করা হয়েছে সেখানে। দু'তলা বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানা গেছে।


ভয়েস টিভি/আরকে
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/63874
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ