Printed on Tue Jun 28 2022 5:50:07 AM

চা উৎপাদনে ১৬৮ বছরের রেকর্ড ভাঙল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
১৬৮ বছরের
১৬৮ বছরের
গত বছর দেশে বাণিজ্যিক চাষে চা উৎপাদন হয়েছে ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি। আর তাতে রেকর্ড গড়েছে বাংলাদেশ, ভেঙেছে ১৬৮ বছরের ইতিহাস।

চা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২১ সালে ১০ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্য থাকলেও বছর শেষে ১৬৭টি বাগান এবং ক্ষুদ্রতায়ন অন্যান্য বাগান থেকে রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে। যা ১৬৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

চা বোর্ডের তথ্য অনুসারে, ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায় দেশের প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠিত হয়।

২০২০ সালের তুলনায় গত বছর এক কোটি ১ লাখ ১১ হাজার কেজি বেশি চা উৎপাদিত হয়েছে। এর আগে ২০১৯ সালে ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি চা উৎপাদিত হয়েছিল। যা ছিল তখন পর্যন্ত দেশের চা শিল্পের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন।

এছাড়া ২০২১ এর অক্টোবরে বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ এক কোটি ৪৫ লাখ কেজি চা উৎপাদন হওয়ার তথ্যও জানায় চা বোর্ড।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/63909
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ