Printed on Sun Sep 19 2021 10:21:25 PM

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, চিন্তিত পন্টিং

নিজস্ব প্রতিবেদক
খেলার খবর
চিন্তিত পন্টিং
চিন্তিত পন্টিং
সম্প্রতি বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে কখনও কোনো সিরিজে এতোটা অসহায় দেখা যায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে। যা অস্ট্রেলিয়া ক্রিকেট ও সাবেকদের ভাবিয়ে তুলেছে। দলের এমন অবস্থায় নিয়ে চিন্তিত পটিং।

সিরিজের শেষ ম্যাচে অসিদের মাত্র ৬২ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এছাড়াও সিরিজে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ দলীয় সংগ্রহ ১২১ রান। উপমহাদেশে বরাবরই ভুগতে হয় অস্ট্রেলিয়াকে। কিন্তু এর আগের সফরগুলোতে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করে অসিরা। যার ছিটেফোঁটাও দেখা যায়নি এবার। এমন ব্যাখ্যাতীত পারফরম্যান্সের পর নিজ দেশের বর্তমান দলের গভীরতা নিয়ে চিন্তিত সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

এসইএন রেডিও শোতে বাংলাদেশ সফরে অসিদের পারফরম্যান্সের বিষয়ে কথা বলেছেন পন্টিং। সেখানে তিনি বলেছেন, উপমহাদেশের কন্ডিশনের ব্যবহারিক জ্ঞান ও স্কিলের অভাবে আবারও ধরাশায়ী হলাম আমরা। অস্ট্রেলিয়ার জন্য এটা দুর্বলতম বিষয় হয়ে আছে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে বেশি।

চিন্তিত পন্টিং বলেন, শ্রীলঙ্কা ও ভারতে সাদা বলের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতাম আমরা। বাংলাদেশের সাথে এই ফলাফল প্রমাণ করে যে, অস্ট্রেলিয়ার ক্রিকেটের গভীরতা যেখানে থাকা দরকার ছিল, সেখানে নেই। আরও কিছু কাজ করতে হবে।

পুরো শক্তির অস্ট্রেলিয়াকে ফিট অবস্থায় পেলে আরব আমিরাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে  শিরোপা লড়াই সহজ হবে উল্লেখ করে রিকি পন্টিং বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আর খুব বেশ দূরে নেই। আশা করি সবাইকে চোটমুক্ত এবং সুস্থ পাব আমরা। আমরা সেরা দল মাঠে নামাতে পারব।

আরও পড়ুন :  টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ভয়েস টিভি/ এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/50998
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ