মুগদায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত


ঢাকায় কিশোরদের দ্বন্দ্বে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. হাসান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি শুক্রবার মুগদার মাণ্ডায় রাতে ঘটনাটি ঘটে।
নিহত হাসান কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ভারারা গ্রামের মো. আশরাফুলের ছেলে। বর্তমানে মুগদার মান্ডা সাবেদ আলীর ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো সে। স্থানীয় একটি প্রিন্টিং প্রেসে কাজ করতো হাসান। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মুগদায় কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় বন্ধুরা হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
পরে রাত ৮টার দিকে চিকিত্ সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
তিনি জানান, স্বজনদের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে বেলাল (১৮) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। বেলালের শরীরেও ছুরিকাঘাতের জখম রয়েছে। এছাড়াও উভয় পক্ষের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে না পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে।
আটক বেলালের দাবি, সাগর, চানমনিসহ ৭-৮ জন মিলে হাসানকে কুপিয়েছে। নিহত হাসান জুনিয়র ছেলে। তারাই আমাকে ছুরিকাঘাত করেছে। এদিকে উপস্থিত সাগর জানায়, বেলাল, আশিক, মেজু রতনসহ বেশ কয়েকজন হাসানকে কুপিয়ে হত্যা করেছে।
নিহতের বড় ভাই মো. হাবিব জানান, মাণ্ডার লেক তুষার শাহ আলমের গলিতে ৮-১০ জন মিলে তার ভাই হাসানকে কুপিয়ে হত্যা করেছে।
ভয়েস টিভি/এমএইচ
নিহত হাসান কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ভারারা গ্রামের মো. আশরাফুলের ছেলে। বর্তমানে মুগদার মান্ডা সাবেদ আলীর ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো সে। স্থানীয় একটি প্রিন্টিং প্রেসে কাজ করতো হাসান। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মুগদায় কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় বন্ধুরা হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
পরে রাত ৮টার দিকে চিকিত্ সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
তিনি জানান, স্বজনদের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে বেলাল (১৮) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। বেলালের শরীরেও ছুরিকাঘাতের জখম রয়েছে। এছাড়াও উভয় পক্ষের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে না পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে।
আটক বেলালের দাবি, সাগর, চানমনিসহ ৭-৮ জন মিলে হাসানকে কুপিয়েছে। নিহত হাসান জুনিয়র ছেলে। তারাই আমাকে ছুরিকাঘাত করেছে। এদিকে উপস্থিত সাগর জানায়, বেলাল, আশিক, মেজু রতনসহ বেশ কয়েকজন হাসানকে কুপিয়ে হত্যা করেছে।
নিহতের বড় ভাই মো. হাবিব জানান, মাণ্ডার লেক তুষার শাহ আলমের গলিতে ৮-১০ জন মিলে তার ভাই হাসানকে কুপিয়ে হত্যা করেছে।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ