Printed on Sat Apr 01 2023 10:18:34 AM

নীলফামারীতে পাঁচ জঙ্গি আটক করলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
জঙ্গি আটক
জঙ্গি আটক
নীলফামারীর সদর উপজেলায় জঙ্গি আস্তানা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় বিস্ফোরকও উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ এর পরিচালক রেজা আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম কাজ করছে।

জঙ্গি আস্তানা সন্দেহে উপজেলার সোনারায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুঠিহারী মাঝাপাড়া গ্রামের ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়। ঘটনাস্থলে র‌্যাবের পর্যাপ্ত সংখ্যক সদস্য উপস্থিত রয়েছেন। এছাড়াও স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশেপাশে অবস্থান নিয়েছেন।

ভয়েসটিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/60194
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ