Printed on Mon Apr 12 2021 1:43:50 PM

জনপ্রিয় অভিনেতা শামীম নিখোঁজ 

বিনোদন প্রতিবেদক
বিনোদন
জনপ্রিয় অভিনেতা
জনপ্রিয় অভিনেতা
জনপ্রিয় অভিনেতা শামীম আহমেদকে গত তিনদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। নাটকের কাজে সিলেট থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন বলে জানান তার স্ত্রী আশামনি।

সর্বশেষ ২০ মার্চ রাতে পরিবারের সঙ্গে শামীমের কথা হয়েছে। এরপর তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেনি।

অভিনেতার স্ত্রী আশা মনি বলেন, গেল ১৪-১৫ মার্চ ঢাকার উলুখোলায় শুটিং শেষ করে উনি (শামীম) ১৬ মার্চ সকালে সিলেট গেছেন। সেখানে গিয়েও আমাকে ফোন করেছিলো। ২০ মার্চ রাতে শেষ কথা হয়। অন্য একটি নাম্বার থেকে ফোন দিয়ে জানায়, তার মোবাইল চুরি হয়ে গেছে। ঢাকা আসার জন্যে বাসে উঠেছেন।

তিনি আরও বলেন, এরপর থেকে উনার কোনো খোঁজখবর পাচ্ছি না। আমরা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। কী করবো বুঝতে পারছি না।

শামীমকে খুঁজে পাওয়ার বিষয়ে প্রসাশনের সহযোগিতা চেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে আশা বলেন, ঢাকার শাহজাহানপুর থানায় গিয়েছিলাম। উনারা বলেছে এটা ঢাকার জিডি হবে না। শামীম তো সিলেটে ছিলেন, তাই ওখানে গিয়ে জিডি করতে হবে।

তিনি বলেন, আত্মীয়-স্বজন এবং তার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি উনি। কাদের সঙ্গে শুটিং করেছিলেন সেই তথ্যও আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে আমরা পুরো পরিবার অসহায় হয়ে পড়েছি। কেউ ওনার কোনো ক্ষতি করলো কিনা সে চিন্তা মাথায় কাজ করছে।

স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার মালিবাগে থাকেন জনপ্রিয় অভিনেতা । তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শামীম। লম্বা ক্যারিয়ারে এক হাজারেরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। বড়পর্দাতেও দেখা গেছে তাকে। প্রায় ২৬টি সিনেমায় অভিনয় করেন তিনি।

আরও পড়ুন : নিহত অভিনেত্রী আশার সেই মোটরসাইকেল চালকের জামিন

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/39487
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ