Printed on Tue May 18 2021 2:25:03 AM

বাবার জন্মদিনে ৬ কোটির গাড়ি উপহার দিলেন বাহুবলীর প্রভাস

অনলাইন ডেস্ক
বিনোদন
জন্মদিনে
জন্মদিনে
এস.এস.রাজামৌলি পরিচালিত চলচ্চিত্র ‘বাহুবলী’ ও ‘বাহুবলী-২′-এর নায়ক দক্ষিণী অভিনেতা প্রভাস এখন বিখ্যাত তারকা। দুটি ছবিতেই প্রভাস দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন, যথা- অমরেন্দ্র বাহুবলী ও মহেন্দ্র বাহুবলী। প্রভাসের অভিনয় সমগ্র ইন্ডাস্ট্রিতে যথেষ্ট প্রশংসিত হয়েছিল। বলিউডেও কয়েকটি ফিল্মে অভিনয় করেছেন প্রভাস।

এবার প্রভাস ভক্তরা টুইটারে ট্রেন্ড চালু করেছেন ‘প্রভাস অ্যান্ড ল্যাম্বরগিনি’ শিরোনামে। কারণ দক্ষিণের তারকা প্রভাস সম্প্রতি কমলা রঙের একটি ল্যাম্বরগিনি অ্যাভেনটাডোর গাড়ি কিনেছেন। যার দাম ৫ কোটি রুপি। সেটা নিয়ে চক্কর লাগিয়েছেন হায়দরাবাদের রাস্তায়। আর সেই ভিডিও যথারীতি ভাইরাল।

শোনা যাচ্ছে গাড়িটি প্রভাস নিজের জন্য কেনেননি। গাড়িটি তিনি তার বাবা সূর্য নারায়ণ রাজুর জন্মদিনে তাকে উপহার দিয়েছেন। আর তাতেই প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তরা। এমন পিতৃভক্তি আজকাল আর কোথায় দেখা যায়!

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অনেক আগে প্রভাস এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি একটা ল্যাম্বরগিনি কিনতে চান। প্রভাসকে সর্বশেষ দেখা গেছে পরিচালক সুজিথের সাহো ছবিতে। এ মুহূর্তে তার ঝুলিতে আছে চারটি ছবি। বর্তমানে তিনি ব্যস্ত ওম রাউতের থ্রিডি ছবি আদিপুরুষের শুটিংয়ে। এতে তার বিপরীতে আছেন কৃতি শ্যানন।

কেজিএফের পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে প্রভাস করছেন সালার চলচ্চিত্র। পরিচালক নাগ অশ্বিন ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি ছবিতে কাজ করছেন প্রভাস, ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। সামনে প্রভাসকে দেখা যাবে ঐতিহাসিক ড্রামা রাধেশ্যাম ছবিতে। এটি নির্মিত হচ্ছে সত্তরের দশকের ইউরোপের প্রেক্ষাপটে। ছবিতে তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। ছবিটি আগামী ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/40481
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ