Printed on Sat Jun 19 2021 3:04:14 AM

একসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন আফ্রিকান নারী

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
জন্ম দিলেন
জন্ম দিলেন
একটি বা দু’টি নয় একসঙ্গে ৯টি সন্তানের জন্ম দিলেন পশ্চিম আফ্রিকার এক নারী! সকলেই বিস্মিত এমন আশ্চর্য ঘটনা দেখে। এই মুহূর্তে তাই গুগল সার্চে ট্রেন্ডিংয়ে উঠে এসেছেন তিনি। সেই সঙ্গে আরও বিস্ময়ের, ওই তরুণী অন্তঃসত্ত্বা হওয়ার পরে ইউএসজি করার সময় দেখা গিয়েছিল তার গর্ভে রয়েছে সাতটি সন্তান। প্রসবের পরে দেখা গেল সব ক’টি সন্তানের অস্তিত্ব ধরতে ব্যর্থ হয়েছে আল্ট্রা সাউন্ডও!

তবে সাতটি সন্তান গর্ভে ধারণ করার বিষয়টিও রীতিমতো বিস্ময়কর এবং উদ্বেগেরও। পশ্চিম আফ্রিকার দরিদ্র দেশ মালি’র ২৫ বছরের বাসিন্দা হালিমা সিসের পরিবার বুঝে গিয়েছিল এই অবস্থায় ওর চিকিৎসা আরও একটু ভালো জায়গায় হওয়া দরকার। তাই আল্ট্রা সাউন্ডের পরে গত ৩০ মার্চ তাকে নিয়ে আসা হয় মরক্কোয়। অবশেষে সেখানেই সন্তান জন্ম দিলেন তিনি। নয় সন্তানের মধ্যে ৫টি মেয়ে ও ৪টি ছেলে।

মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, মা ও তার সন্তানরা সকলেই এখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থ রয়েছে। তবে এখনও কয়েক সপ্তাহ হাসপাতালে পর্যবেক্ষণে রেখে দেয়া হবে তাদের। তারপর বাড়ি ফিরবার অনুমতি মিলবে।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, হালিমার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে চিকিৎসকদের। পাশাপাশি সব ক’টি শিশুর বাঁচার সম্ভাবনা নিয়েও সংশয়ে রয়েছেন তারা। তাই আপাতত সকলকেই গভীর পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/43850
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ