Printed on Tue Jun 06 2023 10:36:24 AM

জমি আত্মসাৎ, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
জমি আত্মসাৎ
জমি আত্মসাৎ
ময়মনসিংহের ভালুকায় বিএনপি নেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু ভুয়া ভোটার আইডি কার্ড ও কাগজপত্র ব্যাবহার করে জমি আত্মসাৎ এবং সেই জমি নামজারি করে অবৈধভাবে ব্যাংক লোন নেয়ার প্রতিবাদে ও জমি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে ভুক্তভোগী ৪০ পরিবার। ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে ভুক্তভোগী ৪০ পরিবারের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগীদের মাঝে বক্তব্য রাখেন- শিখা আক্তার, আব্দুল বারেক, আবুল কালাম, শহিদ উল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা ও ভূমিদস্যু ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু আমাদের নিরাশ করেছে। ভুয়া ভোটার আইডি কার্ড ও কাগজপত্র ব্যবহার করে আমাদের বাশিল মৌজার আট একর জমি জালিয়াতি করে আত্মসাৎ করেছে এবং সেই জমি ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে নামজারি ও জমা খারিচ করে অবৈধভাবে কোটি কোটি টাকা ব্যাংক লোন করেছে। আমরা এখন ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি। আমরা আমাদের জমি ফিরে পেতে চাই। দীর্ঘদিন ধরে বিভিন্ন দফতরে দফতরে ঘুরেও আমরা এর কোনো বিচার পাইনি।

অভিযুক্ত ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/15193
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ