Printed on Wed Jun 23 2021 11:20:22 PM

মেঘনায় কোস্টগার্ড-জলদস্যু গোলাগুলি, ৩ দস্যু আটক

ভোলা প্রতিনিধি
অপরাধসারাদেশ
জলদস্যু
জলদস্যু
ভোলার মেঘনায় কোস্টগার্ড ও জলদস্যুদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কোস্টগার্ড সদস্যরা জাহাঙ্গির বাহিনীর প্রধান জাহাঙ্গিরসহ ৩ দস্যু আটক করেছে।

৭ জুন সোমবার বিকেলে মেঘনার মদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ টি দেশিয় পিস্তল, ২টি রাম দা এবং ২টি করাত।

আটককৃতরা হলেন, বাহিনী প্রধান জাহাঙ্গির (৪৫) আবদুর রহিম (৪৭), নুর আলম (৪০)। তাদের বাড়ি ভোলা সদরের বিভিন্ন ইউনিয়নে বলে কোস্টগার্ড জানিয়েছে।

কোস্টগার্ড জানিয়য়েছে, মেঘনার দুর্ধর্ষ জলদস্যু জাহাঙ্গির বাহিনীর সদস্যরা মেঘনায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের লেফটেন্যন্ট এসএম তাহসিন রহমানের নেতৃত্বে একটি টিম মেঘনার মদনপুর চরে অভিযান চালায়।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। পরে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে কোস্টগার্ড দস্যুদের ধাওয়া করে ৩ জনকে আটক করে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট এসএম তাহসিন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, দস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে কোস্টগার্ড অভিযানে নামলে দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালালে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। কোস্টগার্ড ১২-১৫ রাউন্ড গুলি বিনিময়ের পর অস্ত্রসহ ৩ দস্যুকে আটক করতে সক্ষম হয়েছে।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় ডাকাতি এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়েরেরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/46268
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ