Printed on Sun May 09 2021 4:20:13 AM

‘ভালো’ আছে ভাসানচরের রোহিঙ্গারা, জানাল জাতিসংঘ প্রতিনিধিদের

কক্সবাজার  প্রতিনিধি
সারাদেশ
জাতিসংঘ
জাতিসংঘ
ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের খোঁজ নিতে শুরু করেছে জাতিসংঘ শরনার্থী সংস্থার প্রতিনিধি দল। ১৭ মার্চ বুধবার দুপুরে নৌবাহিনীর তত্ত্বাবধানে ইউএনএইচসিআর বাংলাদেশের সহকারী প্রতিনিধি ফুমিকো কাশিওয়ার নেতৃত্বে ১৮ জনের প্রতিনিধি দল ভাসানচরে পৌঁছান।

এ দলে এনজিও ব্যুরোর সচিবও রয়েছেন বলে নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি মাহে আলম। তিনি বলেন, প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গারা প্রতিনিধিের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সেখানের একটি হল রুমে ৬০ জন রোহিঙ্গা প্রতিনিধির সঙ্গে মিলিত হন পরিদর্শনে যাওয়া দলটি। সম সংখ্যক নারী পুরুষের রোহিঙ্গা প্রতিনিধিরা ভাসানচরে তাদের যাওয়া, অবস্থান সুযোগ সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গা প্রতিনিধি মো. সোহেল জানান, ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গারা বেশ ভালোই আছেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এগিয়ে আসলে এখানে আরও বেশি রোহিঙ্গা পরিবার চলে আসবে।

গত বছরের ৪ ডিসেম্বর শুরু হয়ে ৫ম ধাপে এ পর্যন্ত প্রায় ১৪ হাজার রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থাকে ভাসানচরে সেচ্ছায় স্থানান্তরিত হয়। এরপর এই প্রথম জাতিসংঘের কোনো সংস্থার প্রতিনিধি দল সেখানে পরিদর্শনে গেলো।

প্রতিনিধি দলটি ভাসানচনে তিন দিন অবস্থান করবে এবং সেখানকার পরিবেশ-পরিস্থিতি ঘুরে দেখবে। রোহিঙ্গা ও সংশ্লিষ্টদের সঙ্গেও আরও কয়েকদফা বৈঠক করার পর ২০ মার্চ সকালে তারা সেখান থেকে ফিরে আসবে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/38942
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ