জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে : বিদিশা


হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে। এখন যে জাতীয় পার্টি, সেটি এরশাদের জাতীয় পার্টি নয়।’
১ জানুয়ারি শুক্রবার জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে পল্লি নিবাসের বাসভবনে দলের চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিদিশা বলেন, জাতীয় পার্টিকে পুরোনো রূপে ফিরিয়ে আনতে আমি এরিক এরশাদকে নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যাব। দলকে সুসংগঠিত করতে সারাদেশে দলের সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে যোগাযোগসহ তাদের ঘরে ঘরে যাব।
তিনি আরও বলেন, 'যে কোনো দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই দলের নেতাকর্মীরা দলের প্রধানদের কবর জিয়ারত করতে যান। এরিকের ইচ্ছা অনুযায়ী আমরা এরশাদের কবর জিয়ারত করলাম। আমি যুব ও তৃণমূলের মানুষদের দলে আনতে কাজ করব। এতে জাতীয় পার্টিতে স্বঘোষিত চেয়ারম্যান ঘোষণা দেওয়ার আর সুযোগ থাকবে না।'
ভয়েস টিভি/ডিএইচ
১ জানুয়ারি শুক্রবার জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে পল্লি নিবাসের বাসভবনে দলের চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিদিশা বলেন, জাতীয় পার্টিকে পুরোনো রূপে ফিরিয়ে আনতে আমি এরিক এরশাদকে নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যাব। দলকে সুসংগঠিত করতে সারাদেশে দলের সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে যোগাযোগসহ তাদের ঘরে ঘরে যাব।
তিনি আরও বলেন, 'যে কোনো দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই দলের নেতাকর্মীরা দলের প্রধানদের কবর জিয়ারত করতে যান। এরিকের ইচ্ছা অনুযায়ী আমরা এরশাদের কবর জিয়ারত করলাম। আমি যুব ও তৃণমূলের মানুষদের দলে আনতে কাজ করব। এতে জাতীয় পার্টিতে স্বঘোষিত চেয়ারম্যান ঘোষণা দেওয়ার আর সুযোগ থাকবে না।'
ভয়েস টিভি/ডিএইচ
সর্বশেষ সংবাদ