ফেনীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৮ নেতাকর্মী আটক


ফেনীর কাজীরবাগ ইউনিয়নের শ্রীপুর গ্রামের জামায়াত নেতা রেজাউল হক মাস্টারের বাড়িতে গোপন বৈঠককালে জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
৩১ মার্চ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ফেনী কাজীরবাগে রেজাউল হক মাস্টারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার আমির মো. আবদুর রহিম, কাজিরবাগ ইউনিয়ন জামায়াতের নেতা মাওলানা সাইফুল ইসলাম, জামায়াতের কর্মী সাহাব উদ্দিন মৃধা, দেলোয়ার হোসেন, জয়নাল আবেদীন, এরফান উদ্দিন, ওমর ফারুক ও রহিম উল্যাহ নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল।
খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছে ধর্মীয় বই ও জিহাদি লিফলেট পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ এ এন এম নুরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।
ভয়েস টিভি/এসএফ
৩১ মার্চ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ফেনী কাজীরবাগে রেজাউল হক মাস্টারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার আমির মো. আবদুর রহিম, কাজিরবাগ ইউনিয়ন জামায়াতের নেতা মাওলানা সাইফুল ইসলাম, জামায়াতের কর্মী সাহাব উদ্দিন মৃধা, দেলোয়ার হোসেন, জয়নাল আবেদীন, এরফান উদ্দিন, ওমর ফারুক ও রহিম উল্যাহ নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল।
খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছে ধর্মীয় বই ও জিহাদি লিফলেট পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ এ এন এম নুরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ