Printed on Sat Jun 25 2022 8:24:47 AM

জয় দিয়ে শেষটা রাঙাতে মাঠে নামবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
শুরু হচ্ছে পোর্ট এলিজাবেথ টেস্ট। আগের ম্যাচে করা ভুলগুলো ভুলে জয়ের জন্য নামবে দল। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

নিজের ফর্ম, একাদশ, টস নিয়ে ওঠেছে নানা প্রশ্ন। তবে এসব নিয়ে চিন্তত নন বাংলাদেশ অধিনায়ক। সেন্ট জর্জেস পার্কে দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।

বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর সুযোগ।

এই ম্যাচ দিয়েই প্রথম লাল-সবুজের পতাকা উড়ছে সেন্ট জর্জেস পার্কে। বাংলাদেশ দল গত ২০ বছরে কয়েকবার আফ্রিকা সফরে করলেও এই মাঠে খেলার সুযোগ পায়নি টাইগাররা।

ইনজুরিতে ইতোমধ্যেই দেশে ফিরে গেছেন দুই পেসার তাসকিন ও শরিফুল। ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করা শরিফুল অবশ্য ছিলেন না ডারবান টেস্টের একাদশে।

কিন্তু একাদশের সেরা বোলার তাসকিন না থাকায় প্রভাব পড়বে বোলিং ইউনিটে এমনটা বলাই যায়।

দ্বিতীয় টেস্টে খালেদ, এবাদতের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে খেলতে পারেন আবু জায়েদ রাহী।

সাদমানের জায়গায় প্রায় একবছর পর ওপেন করবেন অভিজ্ঞ তামিম ইকবাল।

অধিনায়ক বলেন, ‘‘১তামিম ভাইয়ের কন্ডিশন আল্লাহর রহমতে ভালো আছে। আমরা পরের ম্যাচে তার খেলার ব্যাপারে খুবই আশাবাদী। ইনশাআল্লাহ উনি খেলবেন।’’

ডারবানে প্রথম টেস্টে হেরে চাপে বাংলাদেশ, তবে দুঃস্বপ্ন ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম টাইগার্স।

মুমিনুল বলেন, আমার কাছে মনে হয় মেন্টালি সবাই ঠিক আছে। সবাই ভালো মতো ক্রিকেট খেলছে। আগের ম্যাচে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে আমি চিন্তা করি না।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/71208
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ