Printed on Wed Oct 20 2021 6:35:15 AM

‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রবাসীজাতীয়
টাইমস
টাইমস
জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে টাইমস স্কয়ারের আইকনিক বলড্রপ বিলবোর্ডে ভেসে উঠল বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার প্রকম্পিত হলো ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে।

বিশ্বজুড়ে পরিচিত এই আলো ঝলমলে টাইমস স্কয়ারের বিলবোর্ড থেকেই ইংরেজি বর্ষবরণের বলড্রপ দেখা যায় প্রতিবছর। এবার ১৫ অগাস্ট বিলবোর্ডজুড়ে তারা দেখতে পাচ্ছেন স্বাধীন বাংলাদেশের স্থপতির কর্মময় জীবনের গল্প।

আইকনিক বলড্রপ বিলবোর্ডে বাঙালির জাতির পিতার জীবন ও কর্মের এ প্রদর্শনী চলবে ২৪ ঘণ্টা ধরে। তাতে থাকছে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষ, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানা মুহূর্তের ছবি আর তার স্মরণীয় উক্তি।

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাও প্রবাসীদের সঙ্গে উপস্থিত ছিলেন সেখানে।

নিউ ইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন-এর সিইও ফাহিম ফিরোজের উদ্যোগে টাইমস স্কয়ারের এই আয়োজনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসের বীর মুক্তিযোদ্ধারাও শামিল হয়েছেন।

১৫ অগাস্ট ২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডজুড়ে এই প্রদর্শনী চলবে। সব মিলিয়ে ৭২০ বারে মোট তিন ঘণ্টা চলবে এই প্রদর্শনী।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া বলেন, বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্যে মার্কিন প্রশাসনকে অনুরোধ করা হচ্ছে। প্রেসিডেন্ট বাইডেন তথা হোয়াইট হাউজ এবং কংগ্রেসে আমরা আরো সোচ্চার হব- এটাই হচ্ছে আজকের শোক দিবসের সংকল্প।’

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/51099
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ