Printed on Tue Aug 03 2021 10:42:14 AM

টটেনহ্যামের নতুন কোচ নুনো এস্পারিটো সান্টো

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
টটেনহ্যাম
টটেনহ্যাম
নতুন মৌসুম শুরুর আগেই হেড কোচ নিয়োগের কাজ সমাপ্ত করল টটেনহ্যাম হটস্পার। আগামী দুই বছরের জন্য স্পার্সদের ডাগ-আঊটে দেখা যাবে প্রিমিয়ার লিগের আরেক দল ওলভসের সাবেক কোচ নুনো এস্পারিটো সান্টোকে।

চলতি বছরের মে মাসে ওলভসের দায়িত্ব ছেড়েছেন নুনো। ক্লাবটির হয়ে সাফল্যমণ্ডিত চার মৌসুম দায়িত্ব পালন করেছেন তিনি। ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে যাত্রা শুরু করে উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তুলেছেন ওলভসকে।

এবার নতুন মিশনে টটেনহ্যামের দায়িত্ব নেবেন নুনো। গত এপ্রিলে হোসে মরিনহোকে বিদায় করে ২৯ বছর বয়সী রায়ান মেসনকে মাঝের কিছুদিনের জন্য দায়িত্ব দিয়েছিল টটেনহ্যাম। আর নতুন মৌসুমে খুঁজে নিলো নতুন কোচ।

ক্লাবটির দায়িত্ব নিয়ে নুনো বলেন, 'টটেনহ্যামে যোগ দেয়া আমার জন্য অনেক সম্মানের। আমি খুব খুশি। শিগগিরই কাজ শুরুর আশায় আছি। একটা দিনও আমরা হারাতে পারব না। তাই কাজে নেমে পড়তে হবে।'

নিজের প্রাক্তন ক্লাব ওলভসের সঙ্গে দেখা হতে খুব বেশি সময় লাগবে না নুনোর। আগামী ২২ আগস্ট প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ওলভসের মাঠে খেলতে যাবে টটেনহ্যাম।

ভয়েস টিভি/আইএ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/47865
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ