Printed on Mon Dec 06 2021 3:12:43 AM

১৮ বছরের কম বয়সীদের টিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
টিকায় সম্মতি
টিকায় সম্মতি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশের ১৮ বছরের কম বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে সম্মতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।১২ থেকে ১৭ বছরের শিশুদের শীঘ্রই ফাইজার টিকার আওতায় আনার প্রস্তুতি চলছে আমাদের।

জাহিদ মালেক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আমার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎকালে স্কুল শিক্ষার্থীদের টিকার বিষয়ে তিনি আমাদের অনুমোদন দিয়েছেন।

রাজধানীর বিসিপিএস মিলনায়তনে রবিববার ১০ অক্টোবর দুপুরে কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন তিনি।

জাহিদ আরও বলেন, ১২ থেকে ১৭ বছরের শিশুদের শিগগিরই টিকার আওতায় আনা হবে। এ লক্ষ্যে আমাদের প্রস্তুতি চলছে। তাদের সকলকে ফাইজার টিকা দেয়া হবে। বর্তমানে ৬০ লাখ ফাইজারের টিকা মজুদ আছে, আরও ৪০ লাখ ডোজ টিকা শীঘ্রই পাব। আমাদের কাছে টিকার কোনো সংকট নেই।

তিনি বলেন, আগামী এপ্রিলের মধ্যে সত্তর শতাংশ মানুষ টিকার আওতায় আসবে। মোট ১২ কোটি লোককে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। এর মধ্যে ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে আমরা আট কোটি লোককে ডাবল ডোজ এবং মার্চ থেকে এপ্রিলের মধ্যে আরও চার কোটি ডাবল ডোজ টিকা দিতে পারবো।

আরও পড়ুন : করোনার এই টিকা সবচেয়ে নিরাপদ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

তিনি আরও বলেন, অক্টোবরে তিন কোটি, নভেম্বরে পৌনে চার কোটি, ডিসেম্বরে পাঁচ কোটি ও জানুয়ারিতে পৌনে চার কোটি ডোজ নতুন টিকা আসবে। সর্বোপরি আগামী ২০২২ জানুয়ারির মধ্যে ক্রয় ও বিভিন্ন উৎস থেকে প্রায় ১৬ কোটি টিকা আমাদের হাতে থাকবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরে মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক প্রমুখ।

ভয়েস টিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/55423
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ