টিসিবির ৫১০ বস্তা পেঁয়াজসহ অবৈধ মজুদদার গ্রেফতার


ময়মনসিংহে অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিরঞ্জন সাহাকে (৫০) ট্রাকভর্তি ৫১০ বস্তা পেঁয়াজসহ গ্রেফতার করেছে র্যাব। এ সময় পেঁয়াজ বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে।
আটক নিরঞ্জন সাহা মৃত বিনোদ বিহারী সাহার ছেলে। তিনি নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের বাসিন্দা। তবে বর্তমানে ব্যবসাজনিত কারনে ময়মনসিংহের সদরের খাগডহর ঘুন্টি বাজার এলাকার করিমের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সেখানেই মেসার্স রুমপা এন্টারপ্রাইজ পরিচালনা করতেন তিনি।
২৯ জানুয়ারি শুক্রবার দুপুরে র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদরের খাগডহর ঘুন্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে টিসিবির পেঁয়াজসহ তাকে গ্রেফতার করে।
র্যাব-১৪ কার্যালয়ের কোম্পানী অধিনায়ক মেজর মো. ফজলে রাব্বি জানিয়েছেন, নিরঞ্জন সাহা একজন অবৈধ মজুদদার (ডিলার)। সে টিসিবির পেঁয়াজ চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে পাইকারী বিক্রয়ের উদ্দেশ্যে ট্রাক ভর্তি করে খাগডহর ঘুন্টি বাজারে নিয়ে আসে। সে দীর্ঘ দিন যাবৎ টিসিবির নিয়ম নীতি না মেনে নিত্য প্রয়োজনীয় টিসিবির পেঁয়াজসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে মজুদ রেখে কালোবাজারি করে বিক্রয় করে আসছে।
অবৈধভাবে কালোবাজারি করে টিসিবির পেঁয়াজ মজুদ করে অধিক মূল্যে বিক্রয় করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ভয়েসটিভি/এএস
আটক নিরঞ্জন সাহা মৃত বিনোদ বিহারী সাহার ছেলে। তিনি নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের বাসিন্দা। তবে বর্তমানে ব্যবসাজনিত কারনে ময়মনসিংহের সদরের খাগডহর ঘুন্টি বাজার এলাকার করিমের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সেখানেই মেসার্স রুমপা এন্টারপ্রাইজ পরিচালনা করতেন তিনি।
২৯ জানুয়ারি শুক্রবার দুপুরে র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদরের খাগডহর ঘুন্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে টিসিবির পেঁয়াজসহ তাকে গ্রেফতার করে।
র্যাব-১৪ কার্যালয়ের কোম্পানী অধিনায়ক মেজর মো. ফজলে রাব্বি জানিয়েছেন, নিরঞ্জন সাহা একজন অবৈধ মজুদদার (ডিলার)। সে টিসিবির পেঁয়াজ চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে পাইকারী বিক্রয়ের উদ্দেশ্যে ট্রাক ভর্তি করে খাগডহর ঘুন্টি বাজারে নিয়ে আসে। সে দীর্ঘ দিন যাবৎ টিসিবির নিয়ম নীতি না মেনে নিত্য প্রয়োজনীয় টিসিবির পেঁয়াজসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে মজুদ রেখে কালোবাজারি করে বিক্রয় করে আসছে।
অবৈধভাবে কালোবাজারি করে টিসিবির পেঁয়াজ মজুদ করে অধিক মূল্যে বিক্রয় করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ভয়েসটিভি/এএস
সর্বশেষ সংবাদ