Printed on Mon Jan 25 2021 10:18:49 AM

টেকনাফে রোহিঙ্গাসহ দুই মাদক কারবারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
সারাদেশ
টেকনাফে
টেকনাফে
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে বিজিবি। ২১ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার আলো শপিং কমপ্লেক্সের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, টেকনাফ পৌরসভার ডেইল পাড়া এলাকার মৃত ফজর আলীর ছেলে ছালামত উল্লাহ (৪০) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের শেল্টার নং ৩১, ডি/১ ব্লকের মৃত আহমদের ছেলে রোহিঙ্গা মোস্তফা কামাল (৪০)।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কায়ুকখালী খালের উপর ব্রিজে জওয়ানরা দুজন সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশী করে। এসময় তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগ থেকে হতে ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

জব্দকৃত ইয়াবাসহ আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

আরও পড়ুন : গুলশান শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/29204
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ