Printed on Sat Mar 06 2021 2:57:02 PM

টেক্সাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
টেক্সাসে
টেক্সাসে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় টেক্সাসের ডালাস-ফোর্ট ওর্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএন এর।

ফোর্ট ওর্থের পুলিশ প্রধান নেইল নোয়াকেস জানান, প্রচন্ড ঠান্ডা ও তুষার ঝড়ের কারণে এই দুর্ঘটনা ঘটে। তুষার ঝড় ও স্পষ্ট দেখতে না পাওয়ার কারণে ১৩৩টি প্রাইভেট কার এক সঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ছয় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনায় পতিত হওয়া এসব গাড়ির মধ্যে রয়েছে, প্রাইভেট কার, এসইউভি এবং ১৮ চাকায় চালিত ট্রাকও। সড়কের প্রায় এক মাইল এলাকা জুড়ে দুর্ঘটনায় পতিত হয়।

এছাড়া অন্য বেশ কয়েকটি এলাকায় তুষারপাতের কারণে সৃষ্ট পিচ্ছিল রাস্তায় পৃথক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন বলে সিএনএনকে জানিয়েছেন ডালাস পুলিশের মুখপাত্র তামিকা দামেরন।

গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া একশোর বেশি ক্ষতিগ্রস্ত যানবাহন রাস্তার ওপর বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে।

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/35667
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ