ঘূর্ণিঝড়ে সৃষ্ট খালে ট্রলার ডুবে ৩ শ্রমিক নিখোঁজ


সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্ফানে বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে থাকা ১২ জনের মধ্যে নয় জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিন জন নিখোঁজ রয়েছেন।
১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৬টায় বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ বাঁধ নির্মাণ শ্রমিকরা হলেন, বাবুর আলী, শফিকুল এবং আজিজ। তারা আশাশুনির শ্রীউলা এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা আলফাজ হোসেন জানান, বাঁধের কাজে যাওয়ার জন্য খাল পার হওয়ার সময় স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এখনো তিন জন নিখোঁজ রয়েছে। ভাটার সময় হওয়ায় তারা মূল নদীর দিকে ভেসে গেছে।
ট্রলার চালক নুর ইসলাম জানান, ১২ জন শ্রমিক নিয়ে পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তিন জন নিখোঁজ রয়েছে। ট্রলারটি নদীতে পাতা জালে আটকা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, ঘূর্ণিঝড় আম্ফানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কুড়িকাউনিয়ায় বিশালাকার খাল তৈরি হয়েছে। সেখানে নিখোঁজ হয়েছেন তিন জন। ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
ভয়েস টিভি/এসএফ
১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৬টায় বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ বাঁধ নির্মাণ শ্রমিকরা হলেন, বাবুর আলী, শফিকুল এবং আজিজ। তারা আশাশুনির শ্রীউলা এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা আলফাজ হোসেন জানান, বাঁধের কাজে যাওয়ার জন্য খাল পার হওয়ার সময় স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এখনো তিন জন নিখোঁজ রয়েছে। ভাটার সময় হওয়ায় তারা মূল নদীর দিকে ভেসে গেছে।
ট্রলার চালক নুর ইসলাম জানান, ১২ জন শ্রমিক নিয়ে পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তিন জন নিখোঁজ রয়েছে। ট্রলারটি নদীতে পাতা জালে আটকা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, ঘূর্ণিঝড় আম্ফানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কুড়িকাউনিয়ায় বিশালাকার খাল তৈরি হয়েছে। সেখানে নিখোঁজ হয়েছেন তিন জন। ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ