Printed on Mon May 17 2021 8:18:41 PM

চা খেতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

নাটোর প্রতিনিধি
সারাদেশ
ট্রাকচাপায়
ট্রাকচাপায়
চা খেতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় নাটোর সদর উপজেলায় ট্রাকচাপায় আলাল ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ৪ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলাল ফকির একই এলাকার মৃত মাসুম ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আলাল ফকির বাড়ির পাশে হয়বতপুর বাসস্ট্যান্ড মসজিদে নামাজশেষে চা খাওয়ার জন্য হাইওয়ে পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক চাপায় দুটি পা গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা এসে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চালক ট্রাক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ভয়েস টিভি/ডিএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/26557
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ