ফরিদপুরে ট্রাক চাপায় দুই স্কুলছাত্র নিহত


ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। ২৫ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার হামেরদীতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পুর্বসদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের ছেলে সাকিল ফকির (১৫) ও হামেরদী ইউনিয়নের নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের ছেলে শাহীন মাতুব্বর (১৪)। তারা দুজনই বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের যথক্রমে নবম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুক জানান, বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র পুখুরিয়া থেকে মোটরসাইকেলে বই কিনতে ভাঙ্গা বাজারে যাচ্ছিল।
হামেরদী মোড়ে এসে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।
ভয়েস টিভি/এমএইচ
নিহতরা হলো, ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পুর্বসদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের ছেলে সাকিল ফকির (১৫) ও হামেরদী ইউনিয়নের নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের ছেলে শাহীন মাতুব্বর (১৪)। তারা দুজনই বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের যথক্রমে নবম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুক জানান, বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র পুখুরিয়া থেকে মোটরসাইকেলে বই কিনতে ভাঙ্গা বাজারে যাচ্ছিল।
হামেরদী মোড়ে এসে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ