Printed on Tue Apr 13 2021 7:09:07 PM

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আসছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার ট্রেইলার

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
ট্রেইলার
ট্রেইলার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে ২৬ মার্চ চলচ্চিত্রটির ট্রেইলার মুক্তি দেয়া হচ্ছে। সিনেমাটির ট্রেইলার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক মোঃ সেলিম খান।

জানা গেছে, ২৬ মার্চ শুক্রবার বিকেল ৫টায় ইতিহাসভিত্তিক এ চলচ্চিত্রটির ট্রেইলার শাপলা মিডিয়া, ভয়েস টিভি ও সিনেবাজ অ্যাপসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার মোঃ সেলিম খান। তিনি জানান, বঙ্গবন্ধু সার্বজনীন। এই মহান নেতার জীবনটাই বর্ণাঢ্য ইতিহাস আর গৌরবের নানা অধ্যায়ে পরিপূর্ণ। বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরও সবার জন্য অনুকরণীয় আদর্শ। তাই আমরা নির্মাণ করেছি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।

শান্ত-দীঘির অভিনয়ে সিনেমাটির কাজ শেষ হয়েছিল আগেই। মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৬ মার্চ মুক্তি দেয়ার কথা ছিল চলচ্চিত্রটি। সে অনুযায়ী ১৪ মার্চ সেন্সর বোর্ডের ছাড়পত্রও দিয়েছিল। তবে সেন্সর বোর্ড হঠাৎ করেই ছাড়পত্র স্থগিত করায় আটকে যায় এর মুক্তি। তবে এবার সব বাধা কাটিয়ে আগামী এপ্রিল মাসের শুরুতে দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এজন্য ২৩ মার্চ ছাড়পত্রও দিয়েছে সেন্সর বোর্ড।

স্টোরি স্প্ল্যাশ প্রোডাকশনের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক পিংকি খান জানান, এ চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর জীবনের কথা ।ইতিহাসভিত্তিক চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন শামীম আহমদে রনি। চলচ্চিত্রটি পরিবেশনায় রয়েছে শাপলা মিডিয়া। ডিজিটাল ফরমেটে তৈরি এ সিনেমার ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ১২ সেকেন্ড।

চলচ্চিত্রটিতে একসঙ্গে কাজ করেছেন এই সময়ের জনপ্রিয় নায়ক শান্ত খান এবং একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে শান্ত খানকে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/39855
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ