Printed on Sun May 09 2021 7:05:57 AM

ঢাকা মেডিকেলের ডাক্তারদের নাচের ভিডিও ভাইরাল (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
চিকিৎসা
ডাক্তারদের
ডাক্তারদের
বিশ্বজুড়ে করোনা সংক্রমণের শিকার মানুষের জীবন বাঁচাতে সম্মুখসারির যোদ্ধা চিকিৎসকরা। দেশে দেশে নানান প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও মানুষের প্রাণ বাঁচাতে লড়ে যাচ্ছেন ডাক্তাররা। সংক্রমিত হওয়ার ভয়ের চাইতেও হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত মানুষের সেবা দেয়ার মানসিক ও শারীরিক চাপ চিকিৎসকসহ সংশ্লিষ্টদের অনেক সময় ক্লান্ত করে দিচ্ছে।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর স্বল্পতা, অন্যদিকে অক্সিজেন ও আইসিইউ এর জন্য করোনা রোগীদের হাহাকার হাসপাতালগুলোর পরিবেশ আরও নাজুক ও শীতল করে তুলছে।

এই শীতল পরিবেশের মধ্যে জীবনের উষ্ণতা নিয়ে এসেছে সম্প্রতি ভাইরাল হওয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসকের নাচের একটি ভিডিও।

জানা যায়, সারাক্ষণ করোনা ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ও সেবাদানকারীদের উৎসাহ দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিন ডাক্তার। ডিউটির ফাঁকে ডা. শাশ্বত চন্দন, ডা. আনিকা ও ডা. দীপা বিশ্বাস এই নাচের আয়োজন করেন।

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের করিডরে এই তিন চিকিৎসক মুখে মাস্ক দিয়ে সিলেট অঞ্চলের একটি বিয়ের গীতের তালে তালে নৃত্যছন্দে মেতে ওঠেন। ভিডিও দেখতে ক্লিক করুন।

কিছুদিন আগে করোনার সংক্রমণে হিমশিম খাওয়া ভারতের কেরালার দুই চিকিৎসকের বনি এমের গানের তালে নাচের ভিডিও ভাইরাল হয়।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/43115
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ