Printed on Fri May 14 2021 4:45:26 PM

ভোলায় কালবৈশাখীতে ডুবে গেছে লঞ্চ ও ভলগেট

ভোলা প্রতিনিধি
সারাদেশ
ডুবে গেছে
ডুবে গেছে
ভোলা সদর ও চরফ্যাশনে কালবৈশাখী ঝড়ে ঘাটে নোঙর করা একটি লঞ্চ এবং পাথরবোঝাই ভলগেট ডুবে গেছে। এতে কোন হতাহতের খবর পাওয়ায় যায়নি।

১৭ এপ্রিল শনিবার সকালে চরফ্যাশনের উপজেলার ঢালচর এবং সদরের রাজাপুর জোরখাল নামক এলাকায় এ নৌযান ডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়ায় লঞ্চটি ঢালচর টু কচ্ছপিয়া রুটে চলাচল করতো। অন্যদিকে ভলগেটটি কিশোরগঞ্চ থেকে প্রায় ১০ লাখ টাকার পাথর নিয়ে ভোলায় আসছিল।

স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে হঠাৎ করেই ঝড় শুরু হয়। এতে ঘাটে নোঙর করা একটি লঞ্চ পানিতে ঢুকে ডুবে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফা চেস্টা চালিয়ে লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। লঞ্চে থাকা কিছু মালামাল নষ্ট হয়েছে। তবে কত টাকার ক্ষায়ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। কোন হতাহতের ঘটনাও ঘটেনি।

এদিকে ভোলা সদরের মেঘনার জোরখাল পয়েন্টে ঝড়ে ঘাটে নোঙর করা পাথরবাহী একটি ভলগেট ডুবে যায়। ভোলার মেঘননদী ভাঙনরোধে ব্লকের কাজে ব্যবহার করার জন্য পাথর আনা হচ্ছিল।

ইলিশা নৌ থানার ইনচার্জ সুজন পাল জানায়, কিশোরগঞ্জ থেকে এমভি জেআরবি নামের একটি ভলগেট পাথর নিয়ে ভোলার জোড়খাল এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সেটি নদীতে তলিয়ে রয়েছে। উদ্ধার কাজ চলছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/42086
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ